রংপুর নগরীতে পশু জবাইয়ের ১১৭টি স্থান নির্ধারণ

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু যত্রতত্র জবাই না করে রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে জবাই করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র মোস্তাাফিজার রহমান মোস্তফা জানান, ‘নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইতোমধ্যে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে। পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা রয়েছে। ‘পরিচ্ছন্নতা কর্মীরা তিনটি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে।

তিনি বলেন, বর্জ্য ১২০টি ট্রলি ও রিক্সাভ্যান এবং ২৭টি ডাম্প ট্রাক, ০৩টি কমপেক্টর ট্রাক, ০১টি হুইল লোডার, ০৩টি ব্যাকহো লেঅডার, ২টি স্কীড লোডার, ০২টি স্কারবটর, ও ২টি পানিবাহী গাড়ী ব্যবহার করা হবে। কোরবানীর বর্জ্য অপসারনে ও পরিচ্ছন্নতার কাজে এক হাজার ৯৩জন কর্মী নিয়োজিত রয়েছেন। পশুর বর্জ্য অপসারণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল আজহার দিন দুপুর ২টায় নগরীর শাপলা চত্ত্বরে কোরবানীর বর্জ্য অপসারণ কাজ শুরু করা হবে। রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাাফিজার রহমান মোস্তফা ওই বর্জ্য অপসারণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *