উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগাবে কৃষকলীগ

মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক সচ্ছলতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষকলীগ। এরই ধারাবাহিকতায় আমরা উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি।

শনিবার (৮ জুলাই) দুপুরে বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু এসব কথা বলেন। তিনি বলেন, আমি আমার নিজ এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমার দুই উপজেলা বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকাকে সবুজায়ন করতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় দেড় লাখ গাছ লাগানো হবে। সম্প্রতি এক বক্তব্যে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের এলাকায় কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। আমি দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে এই আসনে বিপুল ভোটে নৌকার জয় সুনিশ্চিত হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কৃষক লীগের সদস্য লুৎফুল বারী আল ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু, সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকারসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষক লীগের নেতারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *